শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যোগাযোগ
মৈনাক শর্মা
8759689108 (call and WhatsApp)

অস্থিরতার মধ্যে ই আজ শুরু করে ভারতীয় শেয়ার বাজার।ইন্ডিয়া ভিক্স এ আজ অস্থিরতার মাত্রা ছিলো ২৯। যায় প্রধান কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিবাদ ও বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি যা মূল্য বৃদ্ধির সংকেত দেখিয়ে নিজের দিকেই শুরু হয় নিফটি শেন্সেক্স। নিফটি শুরুর দিকে ১৬৪৮২ ঘরে থাকলেও যা নিজের দিকে পড়ে ১৬৩৫৬ র ঘরে। যদিও আবার পরবর্তী সময়ে ১৩৫ পয়েন্ট লাফিয়ে ওঠে ১৬৭৯৪ র ঘরে।

একই ভাবে ৩৮৮ পয়েন্ট উপরেই বন্ধ হয় sensex। এছাড়া Hindalco, টাটা স্টীল , পাওয়ার গ্রিড, jsw Steel, Bharat petroleum, Titan,coal India র মতোন ব্লুচিপ কম্পানি আজ উপরেই বন্ধ হয়। আজ নিচেই ছিলো HDFC Life insurance, Dr Reddy, axis Bank, Hero motocorp , TATA motors এর মতোন স্টকগুলি।

নীচের দিকে ছিলো ইউরোপের বাজারও। লন্ডনের FTSE ১.৩৯ শতাংশ , প্যারিস সূচক ৩.২৫ শতাংশ উপরেই বন্ধ হয়।

তবে বেরারুসে রাশিয়া ইউক্রেন সমস্যা সমাধানের খবর পেয়ে Nifty তার শুরুর লেভেল কে পার করলেও এখনও তার ২০০ দিনের মুভিং এভারেজ এর নিচেই রয়েছে। এই সপ্তাহে ১৭০০০ ঘর কে পেরোলেই আবার উপরে যেতে পারে Nifty।

Share.
Leave A Reply

Exit mobile version