সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

এতো কঠিন লড়াই হবে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রেডিকশন কেউই সে ভাবে করতে পারেনি। সেই সাথে সাথে সারা বিশ্বের বাজার ও থমকে ছিল সারাদিন। আমাদের দেশের বাজার ও সারাদিন কিছুটা ওঠা নামা করলেও সে ভাবে দিনের শেষে কোনো ইঙ্গিত দিতে পারেনি। কিন্তু, আজ আমেরিকার বাজার দাউ জোন্স এবং ন্যাসড্যাক যে ভাবে বেড়েছে তাতে আগামীকাল ভারতের বাজার যে উপরে যাবে অনেকটাই সেটা বোঝা যাচ্ছে। প্রায় ৪% উপরে আমেরিকার বাজার।

আজ বাজার কিছুটা নিচে এলেও রিলায়েন্স ইন্ডাস্ট্রি বাজার কে উপরে নিয়ে যেতে সাহায্য করে। প্রায় ৪‰ উপরে ট্রেড করে শেয়ারটি।সর্বাধিক ২৩০০ টাকা থেকে নিচে আসতে আসতে ১৮৫০ টাকায় বন্ধ হয়েছিল গতকাল রিলায়েন্স। আজ দিনের শেষে যা বন্ধ হয় ১৯০০ টাকায়। অব্যশই কেনা থাকলে শেয়ারটি কে হোল্ড করুন।

দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কতটা ( কমলো/ বাড়ল ) তা একবার দেখেনি:

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১১৯০৮.৫০০.৮০৯৫.০০১১৯২৯.৬৫১১৭৫৬.৪০
সেনসেক্স৪০৬১৬.১৪০.৮৮  ৩৫৫.০১৪০৬৯৩.৫১৪০০৭৬.৪৭
ব্যাঙ্কনিফটি২৫৭৭১.৬০  .৩৫৮৮.৮০
নিফটি ফার্মা.১৮%
নিফটি আই টি .৭৮%
নিফটি এনার্জি.৬৯%

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 74.74 ( +0.33 ), GBPINR Rs. 96.69 ( -0.73 ), EURINR 87.07 (-0.31 ) , JPYINR Rs. 72 ( +0.67 ).

গতকাল সোনার দর ছিল ৫১৫৯৮ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৫১১২৩ (-০.৯২% ) টাকা । যা গতকালের তুলনায় ৪৫৮ টাকা কম ( রাত ৯তা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬২৬৮৫ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬১৮০৭ ( ১.৪০% ) টাকা । যা গতকালের তুলনায় ৮৭৮ টাকা কম ( রাত ৯তা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)


শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version