মাঝে বেশ কিছুদিন আমাদের শেয়ার বাজারের পাতা বন্ধ ছিল। পাঠকদের একাংশ তাতে হতাশ হয়েছেন। সেই কারণে আমরা দুঃখিত। তাই আবার আমরা শেয়ার বাজারের পাতা শুরু করলাম আপনাদের জন্য।

আবারও নীচের দিকেই পরলো বাজার। এই মাসের শুরুর মতনই সেই নীচের দিক দিয়েই শুরু হল সপ্তাহের প্রথম দিন। নিফটি ফিফটির পারদ নামলো ৩০০ পয়েন্ট (১৭২৩১)। অন্যদিকে বোম্বে স্টক এক্সচেঞ্জ এর সেন্সেক্সের পারদ পরে যায় ৯৭৫ পয়েন্ট (৫৭৬৮৩)।

বিগত চারদিনের সারির মতনই এবারও পরলো নিফটি। একই ভাবে রাশিয়া ও ইউক্রেন সমস্যার প্রভাব রয়েছে সেন্সেক্সেও।
তবে নিফটি তার ১৭০৭০ এর নীচে নামলে সপ্তাহে পরবর্তী দিন গুলোতে ১৭০০০ এর আশেপাশেই চলতে পারে নিফটি। মানে এই সপ্তাহেও খুব বেশি উপরে উঠার সম্ভাবনা নেই বাজারের দুই সূচকের।

বাজার উপরে যাওয়ার আশা দিয়েই দিনের শুরু হলেও ফাস্ট মুভিং কনজ্যুমার প্রডাক্ট থেকে শুরু করে অটো মোবাইল ও মেটাল ফার্মা সেক্টর গুলিতে বিক্রির প্রবণতা। ফলে আজকের দিনেও নিরাশ করলো দুই ইনডেক্স। কোল ইন্ডিয়া, হিন্দলকো, ইউ পি এল ও ONGC র মতোন Nifty র সর্বোচ্চ কোম্পানী বিক্রির প্রবণতা বেশি। দিনের লাভকারীদের মধ্যে রয়েছে আইটি স্টক Wipro Infosys। এছাড়া শ্রী সিমেন্ট, পাওয়ার গ্রিড ও ICICI ব্যাংক।

অন্যদিকে ৩৭৬৮৫ এর কাছে থাকলেও, ৩৬৮০০ সাপোর্ট জোনের নীচে এলে আরো বেশি নীচে যেতে পারে ব্যাঙ্কিং সেক্টর।

মৈনাক শর্মা
৮৭৫৯৬৮৯১০৮

Share.
Leave A Reply

Exit mobile version