সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

শুক্রবার পুরো দিনটাই ছিলো ফার্মা ইনডেক্সর। সকাল থেকেই ফার্মা কোম্পানির শেয়ার একে একে বাড়তে শুরু করে।দিনের শেষে ফার্মা ইনডেক্স ৫% উপরে বন্ধ হয়। আমরা এ মাসের শুরু থেকেই ফার্মা কোম্পানির শেয়ার ক্রয় করতে বলেছি এবং ব্যাঙ্কিং শেয়ার বিক্রি করতে বলেছি। শুক্রবার ব্যাঙ্কিং ইনডেক্স আবারও -২৮৯.৩০% নিচে বন্ধ হয়। পাশাপাশি এনবিএফসি শেয়ারও সারা মাস জুড়েই নিচে চলছে। আপাতত ব্যাঙ্কিং এবং এনবিএফসি শেয়ার থেকে এ মাসের জন্য দূরে থাকুন। এ সপ্তাহ জুড়েই আইটি কোম্পানিগুলোর দিকে নজর রাখুন। মিড ক্যাপ এবং স্মলক্যাপ আগামী দিনের জন্য ভালো ইনভেস্টমেন্ট।

আপাতত এ সপ্তাহে বাজার নিচে আসার সম্ভবনা আছে। নিচে এলে অব্যশই মাসের বাকি সময়ের জন্য ফার্মা এবং আইটি শেয়ার কিনুন।

শুক্রবার দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৫০৪.৯৫ ( -১১.১৫ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৮৮৪৫.৮২ ( -১৩৪.০৩ ) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২২০৩১.০৫ ( -২৮৯.৩০ ) পয়েন্ট নিচে।

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.44 ( +0.21 ), GBPINR Rs. 95.27 ( -0.20 ), EURINR Rs. 87.23 ( +0.04 ) , JPYINR Rs. 70.00 (+ 0.04 ).

সোনার দর ছিল ৫১৪৫৩ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৫১৭১৫ টাকা । যা গতকালের তুলনায় ২৬২ টাকা বেশি।

রুপার দর ছিল ৬৮১৪২ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬৭৮৭৭ টাকা । যা গতকালের তুলনায় ২৬৫ টাকা কম।

( Share market investment are subject to market risk. Please imvest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version