সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

সারাদিন থমকে থাকা বাজার হঠাৎ করেই গতি পেল শেষ বেলায়। মোরেটরিয়াম মামলা আজও শুনানি স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট । খবরটি বাজারে আসার সাথে সাথে ২৫০ পয়েন্ট নেগেটিভ ব্যাঙ্ক নিফটি ৪০০ পয়েন্ট পজিটিভে বেড়ে যায়। ভারী মাত্রায় ক্রয় হতে শুরু করে ব্যাঙ্কিং এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল শেয়ার গুলি। আপাতত কিছুটা স্বস্তি পেল ব্যাঙ্ক শেয়ার গুলি।

এরই পাশাপাশি আজ দিনের শেষে ইনফোসিস তার দ্বিতীয় ত্রৈমাসিক রেজাল্ট প্রকাশ করে। প্রায় ২০.`৫০% মুনাফা বৃদ্ধি পায় এই সময় কালে। যার পরিমাণ ৪৮৪৫ কোটি টাকা। আশা করা যায় আগামীকাল সর্বোচ্চ উচ্চতায় যাবে ইনফোসিস।

সোমবার দিনের শেষে কোন কোন সেক্টর কতটা বাড়লো তা একবার দেখে নেওয়া যাক:

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১১৯৭১.০৫০.৩১৩৬.৫৫১১৯৯৭.২০১১৮২২.১৫
সেনসেক্স৪০৭৯৪.৭৪০.৪২   ১৬৯.২৩৪০৮৮০.২৫৪০২৭৯.৫৫
ব্যাঙ্কনিফটি২৩৮৭৪.৬৫.৬৩৩৮২.৪৫
নিফটি ফিনান্সিয়াল.৭৯
নিফটি ব্যাঙ্ক.৬৩
নিফটি রিয়েলটি.০৬

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.30 ( -0.06 ), GBPINR Rs. 95.43 ( -0.49 ), EURINR 86.14 (-0.07 ) , JPYINR Rs. 70 ( +0.32 ).

গতকাল সোনার দর ছিল ৫০২৪৫ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৫০৫৭৮ (+০.৬৬% ) টাকা । যা গতকালের তুলনায় ৩৩৩ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬০৫৪২ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬১৬২৪ ( ১.৭৯% ) টাকা । যা গতকালের তুলনায় ১০৮২ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version