সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

জিএসটি ঘাটতি ২. ৩৫ লক্ষ কোটি টাকা। ক্ষতিপূরণের জন্য রাজ্যগুলিকে দুটি বিকল্প দিল কাউন্সিল। এক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বিশেষ সময়সীমা(উইন্ডো) দেওয়া হবে। তারমধ্যে ঠিকঠাক সুদের হারে ৯৭ হাজার কোটি টাকা ঋণ নেয়ার সুযোগ মিলবে। আর দ্বিতীয় বিকল্প হিসেবে বিশেষ উইন্ডোর আওতায় পুরো ২. ৩৫ লক্ষ কোটি টাকা ঋণ নিতে পারবে রাজ্যগুলি। প্রস্তাব বিবেচনা করার জন্য রাজ্যগুলিকে সাতদিনের সময়সীমা দেওয়া হয়েছে।

আজ দিনের শুরুতেই ব্যাঙ্ক নিফটি প্রায় ৪০০ পয়েন্ট উপরে চলে যায়। কিন্ত শেষ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি ১৩৪ পয়েন্ট নিচে বন্ধ হয়। কিছুটা প্রফিট বুকিং করে নিবেশকারীরা। সে অর্থে নিফটি সেনসেক্স শক্তিশালি ছিলো।

সোমবার দিনের শেষে কোন কোন সেক্টর কতটা বাড়লো তা একবার দেখে নিই।

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১১৯৩০.৯৫০.১৪১৬.৭৫১২০২২.০৫১১৮৬৭.২০
সেনসেক্স৪০৫৯৩.৮০০.২১   ৮৪.৩১৪০৯০৫.৪৯৪০৩৮৭.৪০
ব্যাঙ্কনিফটি২৩৭১২.৮০.৫৬১৩৪
নিফটি আই টি.৬৭
নিফটি ফার্মা.৯২
নিফটি মিডিয়া.৩৪

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.27 ( -0.14 ), GBPINR Rs. 95.92 ( +0.67 ), EURINR 86.64 (+0.35 ) , JPYINR Rs. 70.00 ( +0.67 ).

গতকাল সোনার দর ছিল ৫০৮১৭ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৫১০৯০ ( + ০.৫৪% ) টাকা । যা গতকালের তুলনায় ২৭৩ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬২৮৮৪ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬৩০২২ ( +০.২২% ) টাকা । যা গতকালের তুলনায় ১৩৮ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version