সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

২০ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌছালো নিফটি সেনসেক্স। বাজার যে ভাবে এই মাসের শুরু থেকেই চলছে তা থেকে অনুমান করা যায়, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে ভারতীয় বাজার।শুক্রবার আরবিআই পগভর্নর শক্তিকান্ত দাস হাউসিং ফিনান্স কর্পোরেশন এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশনর পক্ষে নতুন প্যাকেজ ঘোষণা করেন। পাশাপাশি বাজারে লিকুইডিটি রাখতে রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যপক ভাবে ব্যাঙ্কের শেয়ার গুলিতে ক্রয় করার প্রবনতা দেখা যায় সারা দিন জুড়েই। দেশের ব্যাঙ্কগুলোকে যে হারে ঋণ দেয় আরবিআই তাকে বলে রেপো রেট। আর যে হারে ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় তাকে বলে রিভার্স রেপো রেট।আপাতত বাজার খুব বেশি নিচে আসার সম্ভাবনা কম। আপাতত বড় শেয়াররের দিকে চোখ রাখাই যুক্তিযুক্ত।

সোমবার দিনের শেষে কোন কোন সেক্টর কতটা বাড়লো তা একবার দেখে নেওয়া যাক:

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১১৯১৪.২০০.৬৭৭৯.৬০১১৯৩৮.৬০১১৮০৫.২০
সেনসেক্স৪০৫০৯.৪৯০.৮১৩২৬.৮২৪০৫৮৬.৩৬৪০০৬৬.৫৪
ব্যাঙ্কনিফটি২৩৮৪৬.৮০.৮৩৬৫৫.৪৫
নিফটি পি এস ইউ.১০
নিফটি ব্যাঙ্ক.৮৩
নিফটি ফিনান্সিয়াল .৮৮

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.13 ( -0.11 ), GBPINR Rs. 94.92 ( +0.14 ), EURINR 86.23 (+0.05 ) , JPYINR Rs. 69.00 ( +0.23 ).

গতকাল সোনার দর ছিল ৫০১৭৫ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৫০৮১৭ ( + ১.২৮% ) টাকা । যা গতকালের তুলনায় ৬৪২ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬০৫১৯ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬২৮৮৪ ( +৩.৯১% ) টাকা । যা গতকালের তুলনায় ২৩৬৫ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please imvest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version