সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

আই সি আই সি আই ব্যাঙ্ক, এইচ ডি এফ সি দ্বিতীয় ষান্মাসিক ফলাফল এবং আমেরিকা নির্বাচন, ব্যাঙ্ক এবং ফিনান্সিয়াল সেক্টর ব্যাঙ্ক নিফটি কে বাড়ালো ৯০০ পয়েন্ট। রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিস ৮‰ নিচে বন্ধ হয়। যা ২২ শে মার্চ এর পর প্রথম। আগামীকাল ও পরশু বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। সারা বিশ্ব তাকিয়ে থাকবে আমেরিকা নির্বাচন ও তার ফলাফলের দিকে। আর আমাদের নজর থাকবে সারা বিশ্বের বাজারের দিকে। অবশ্যই সাবধানে ট্রেড করুন। ৪ তারিখের পর বাজার এক নতুন দিশা দেখাবে। আপাতত এটাই দেখার বাজার নতুন হাই করে না এটাই ২০২০-২১ অর্থবর্ষের সর্বাধিক হয়ে থাকে।

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 74.42 ( +0.33 ), GBPINR Rs. 96.07 ( -0.45 ), EURINR  86.60 (-0.28 ) , JPYINR Rs. 71 ( +0.18 ).

গতকাল সোনার দর ছিল ৫০৬৯৯ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে  ৫১০৭৯ (০.৭৫% ) টাকা  । যা গতকালের তুলনায় ৩৮০ টাকা বেশি ( রাত ৯তা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬০৮৬৫ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬২০৮০ ( ২.০০% ) টাকা । যা গতকালের তুলনায় ১২১৫ টাকা বেশি ( রাত ৯তা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please imvest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai

Share market analyst 

Mobile: +91 90880 20249

Whatsapp : +91 90880 20249

e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version