সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

দিনের শুরুটা ছিলো যেমন রিলায়েন্সর, শেষটা করলো টাটা কন্সালটেন্সি। গতকাল রিলায়েন্স-এ ৫৫১২ কোটি টাকা বিনিয়োগ করে আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি। তাই আজ দিনের শুরুতেই রিলায়েন্স ৪% বেড়ে পৌঁছায় ২৩০৯ টাকায়। দিনের শেষে যা বন্ধ হয় ২২৫৭.৫০ ( +২.১৩% ) টাকায়।

বাজার শেষে টাটা কন্সালটেন্সি জুলাই থেকে সেপ্টেম্বর কোয়ার্টার রেজাল্ট ঘোষণা করে। প্রফিট আফটার ট্যাক্স ( PAT ) ঘোষণা করে ৭৪৭৫ কোটি টাকা। যা বাজারের অনুমানের থেকে ৬.৭% উপরে। পাশাপাশি কোম্পানি ১৬ হাজার কোটি টাকার বাই ব্যাক ( Buy Back) ঘোষণা করে। টাটা কন্সালটেন্সি সার্ভিস , শেয়ার হোল্ডারদের থেকে ৩০০০ টাকা মূল্যে এই শেয়ার কিনতে আগ্রহী। যা দিনের শেষে দর ছিল ২৭৩৫.৯৫ টাকায় । করোনা সময় কালে এই রেজাল্ট বাজারকে অতিরিক্ত অক্সিজেন জোগাবে।

সোমবার দিনের শেষে কোন কোন সেক্টর কতটা বাড়লো তা একবার দেখে নেওয়া যাক:

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১১৭৩৮.৯৫০.৬৬৭৬.৪৫১১৭৬৩.০৫১১৬২৯.৩৫
সেনসেক্স৩৯৮৭৮.৯৫০.৭৭৩০৪.৩৮৩৯৯৬৮.০৪৩৯৪৫০.৮২
ব্যাঙ্কনিফটি২২৯৬৪.৮০.৪৯১১১.১০
নিফটি অটো.৩৯
নিফটি আই টি.৫৮
নিফটি ব্যাঙ্ক.৪৯

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.34 ( +0.12 ), GBPINR Rs. 94.74 ( +0.18 ), EURINR 86.24 (+0.08 ) , JPYINR Rs. 69.00 ( -0.45 ).

গতকাল সোনার দর ছিল ৫০৫২৬ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৫০০০৫ ( – ১.০৩% ) টাকা । যা গতকালের তুলনায় ৫২১ টাকা কম ( রাত ৯টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬০৫৭১ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬০১১৬ ( -০.৭৫% ) টাকা । যা গতকালের তুলনায় ৪৫৫ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version