কলকাতা ব্যুরো: মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। নর্মদা নদীতে পড়ে গেলো মহারাষ্ট্রের একটি সরকারি বাস। দুর্ঘটনায় (Bus Accident) অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নদী থেকে উদ্ধার করা হয়েছে ১৫ জনকে৷
জানা গিয়েছে, ইন্দোর থেকে পুনের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। ধার জেলার খালঘাটের কাছে বাসটি পিচ্ছিল রাস্তায় চাকা পিছলে নিয়ন্ত্রণ হারায়। এরপর ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি (Bus Accident)। জানা গিয়েছে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন।
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি টুইটে লেখেন, দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে জেলা প্রশাসনের দল। বাসটিকে তোলা হয়েছে। খারগোন, ধার প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলছি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷