কলকাতা ব্যুরো: ২৪ ঘন্টা নোটিশে লকডাউন ডেকে ৭০০ কিলোমিটার দীর্ঘ ট্রাফিক জ্যামে আটকে গেল প্যারিস। ফ্রান্সে করোনার দ্বিতীয় ঢেউয়ে নিয়ন্ত্রণ আনতে শুক্রবার থেকে দেশে আপাতত এক মাসের লকডাউন ঘোষণা করেছিল সরকার। আর সেই ঘোষণা শুনে তড়িঘড়ি দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ তাদের নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে পড়েছিলেন।
এর পর এক মাস ধরে যাওয়ার সুযোগ পাওয়া যাবে না। বৃহস্পতিবার ছিল ছুটির দিন এবং উইকেন্ড। সকলেই আগে থেকে নিজেদের মতো পরিকল্পনা করে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। কিন্তু লকডাউনের ঘোষণা শুনে যে যার মত পড়িমড়ি নিজেদের বাড়ির দিকে ছুটতে শুরু করে দিয়েছেন।
ফ্রান্সে সংবাদ সংস্থার বক্তব্য, সকলেই হুড়োহুড়ি করে নিজেদের ডে রায় পৌঁছতে গিয়ে এখন গোটা দেশ অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রায় ৭০০ কিলোমিটার দীর্ঘ যানজট ছড়িয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, লকডাউন শুরু হয়েছে। কিন্তু মানুষকে নিজের নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য সোমবার পর্যন্ত খুব বেশি হলে সময় দেওয়া যেতে পারে। তারপরে আর কোনভাবেই লকডাউনে ছাড় দেওয়া যাবে না। কারণ করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। শুধু প্যারিস নয়, গাড়ি আটকে গিয়েছে লিওন ও বোর্ডস শহরেও।
লকডাউন শুরু হলে দিনে বড়জোর এক ঘন্টা জরুরী দৈনন্দিন পরিষেবার জিনিস নেওয়ার জন্য মানুষ বাড়ি থেকে বের হতে পারবেন। ফলে তার আগেই কোনভাবে জিনিসপত্র কেনাকাটা করে গোটা ফরাসি দেশ এখন নিজেদের ঘরে সেঁধিয়ে যেতে মরিয়া হয়ে উঠেছে।
লকডাউনের আগেই বাড়ি পালাতে গিয়ে ৭০০ কিলোমিটার যানজটে ফেঁসে প্যারিস
Previous Articleভূমিকম্পে মিনি সুনামি তুরস্কে, রক্ষা পায়নি গ্রীসও
Next Article আজকের সোনা – রুপোর দর