কলকাতা ব্যুরো: নির্বাচন কমিশন তাকে স্বপদে রাখবে কিনা তা নিয়ে নির্বাচন ঘোষণার পর থেকে জল্পনা চলছিল। যদিও সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাজ্য সরকারি রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে নিষ্ক্রিয় করা হলো। এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ার নামে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতেই জানানো হয়, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা, প্রাক্তন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ যাবতীয় ক্ষমতা আপাতত স্তব্ধ করা হলো নির্বাচনের কারণে। নির্বাচন চলাকালীন তিনি কোন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। ফলে পদে থাকলেও রাজ্যের নিষ্ক্রিয় নিরাপত্তা উপদেষ্টা থাকবেন পুরকায়স্থ।


রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই কমিশন একে একে রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা থেকে শুরু করে একাধিক আইজি, ডিআইজি পদের অফিসারদের পদ থেকে সরিয়ে দেয় তখন থেকেই জল্পনা ছিল উপদেষ্টাকে সরানো হবে কি না তা নিয়ে। যদিও অবসরপ্রাপ্ত আইপিএস এর উপরে এইভাবে খবরদারি করা বা নির্দেশ দেওয়ার এক্তিয়ার নির্বাচন কমিশনের আছে কিনা, তা নিয়েও আলোচনা শুরু হয়েছিল অভিজ্ঞ মহলে। এরইমধ্যে অবসরপ্রাপ্ত ওই আইপিএসকে বসিয়ে দেওয়ায় সেই জটিলতা কাটলো বলে মনে করছে অভিজ্ঞ মহল।
যদিও হঠাৎ করেই শাসকদলের অত্যন্ত আস্থাভাজন এই নিরাপত্তা আধিকারিককে সরিয়ে দেওয়ায় নতুন জল্পনা তৈরি হয়েছে। কমিশনের হাতে থাকা ক্ষমতায় মুখ্য সচিব কাদের পরামর্শে এইভাবে এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

Share.
Leave A Reply

Exit mobile version