কলকাতা ব্যুরো: ব্যবসায়ী সালাউদ্দিনকে গুলি করে খুনের ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। মিলি পাল ও বাপি সাহা চক্রান্ত করে ওই ব্যবসায়ীকে গুলি করে খুন করার ঘটনায় আগেই দোষী সাব্যস্ত হয়েছিল। ২০১১ সালে সল্টলেকে ওই ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়। পেশায় পরিবহন ব্যবসায়ী সালাউদ্দিনের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল মিলি পালের। দীর্ঘদিন যোগাযোগ থাকলেও বিয়ের চাপ দেওয়ায় বেঁকে বসে সালাউদ্দিন। এদিকে অন্য অভিযুক্ত বাপির সঙ্গে যোগাযোগ ছিল মিলির। বাজারে প্রচুর টাকা পয়সা দেনা হয়ে যা ওয়া বাপি কিছু টাকার জন্য চেষ্টা করছিল।
সেই জায়গা থেকেই সালাউদ্দিনকে টোপ দিয়ে ডেকে এনে তার থেকে টাকা লুট করার ছক করেছিল দুই অভিযুক্ত। কিন্তু ২০১১ সালের ১৩ মে রাতে লং ড্রাইভে যাওয়ার নাম করে সল্টলেক ১৩ নম্বর জল ট্যাংকের সামনে মিলিত হয় সকলে। সালাউদ্দিনের গাড়িতে বসেই তারা কথাবার্তা বলে। কিন্তু তারপরেই বাপি সালাউদ্দিনকে গুলি চালায়।
তিনি গুরুতর জখম হয় ওই অবস্থাতেই উল্টোডাঙ্গা থানায় গাড়ি নিয়ে গিয়ে সেখানে দুই অভিযুক্তের নাম বলেন, পড়ে তার মৃত্যু হয়।
সালাউদ্দিনের এই ঘটনার তদন্তে নেমে পুলি শের এই দুই অভিযুক্তকে দোষী প্রমাণ করায় তথ্য-প্রমাণের প্রয়োজন ছিল। সালাউদ্দিনের গাড়ির ভিতর যেসব সিগারেটের পোড়া টুকরো পাওয়া যায়, সেগুলির সঙ্গে অভিযুক্তদের লালা পরীক্ষা করিয়ে পুলিশ প্রমাণ করে, সেই রাতে ওই গাড়িতে বসেই বাপি ও মিলি খুন করেছিল পরিবহন ব্যবসায়ীকে। পরে বীরভূমের মুরারই থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে।