কলকাতা ব্যুরো : মার্চ মাস থেকে করোনার জন্য রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গুলি বন্ধ রয়েছে। কবে কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলতে পারে সে সম্পর্কে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ এক ভার্চুয়াল বৈঠক করেন উপাচার্যদের নিয়ে। বৈঠকে পার্থবাবু জানান ডিসেম্বর মাসে ও রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ক্লাস করানোর মতো পরিস্থিতি নেই। তবে মুখ্যমন্ত্রীর কাছে যাবতীয় প্রস্তাব সমস্ত কিছু পাঠানো হবে।

আজ কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে উপাচার্যের মতামত জানতে চান শিক্ষামন্ত্রী। কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলতে গেলে হোস্টেল খুলতে হবে। হোস্টেল খুললে স্বাস্থ্যবিধি কিভাবে মানা সম্ভব বৈঠকে সেই প্রশ্ন করেন কয়েকজন উপাচার্য। এরপরই শিক্ষামন্ত্রী ডিসেম্বর মাসে আপাতত রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানান। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। আপাতত অনলাইন ক্লাস করানোর কথা বলা হয়েছে উপাচার্যদের। তবে সে ক্ষেত্রে সিলেবাস কতখানি কাটছাঁট হবে তা ঠিক করবেন উপাচার্যরা।

করোণা পরিস্থিতিতে অনলাইনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি। আগামী দিনেও সেভাবেই সাপ্লিমেন্টারি থেকে সমস্ত পরীক্ষা অনলাইনে নেয়া যায় কিনা তার ভাবনা চিন্তা চলছে । রাজ্যে স্কুল গুলি ও কার্যত ডিসেম্বর মাসে না খোলার ই সম্ভাবনা রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ বিষয়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জানুয়ারি মাসে এ রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে কি না তা নিয়ে উপাচার্যদের সঙ্গে আবারও রিভিউ বৈঠক করা হবে বলে এদিনের বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version