কলকাতা ব্যুরো: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে। এই মুহূর্তে নিম্নচাপটি মধ্যপ্রদেশের উপর রয়েছে। যার প্রভাবে রাজ্যে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তে শেষে ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।

বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন মায়ানমারের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ১৮ তারিখ অর্থাৎ শনিবার এই ঘূর্ণাবর্ত রাজ্যের কাছাকাছি চলে আসবে। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আরও এগিয়ে যাবে। এই ঘূর্ণাবর্তের প্রভাব শনিবার নাগাদ ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি চলে আসবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাব বেশি পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

জানা গিয়েছে, ১৮ তারিখ সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১৯ তারিখ অর্থাৎ রবিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই তিন জেলায় ইতিমধ্যেই সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ১৯ তারিখ আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৭ শতাংশ । গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ।

Share.
Leave A Reply

Exit mobile version