কলকাতা ব্যুরো – ফের অসুস্থ হয়ে পড়লেন সৌরভ গাঙ্গুলী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। আজ সকাল থেকে ফের বুকে ব্যাথা অনুভব হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঝুঁকি এড়াতে তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। নতুন বছরের শুরুতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ক্রিকেট মহারাজ। সকলের প্রিয় দাদা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। তিনটি ব্লকেজ দেখা গিয়েছিল তাঁর শরীরে। যা দূর করতে বসানো হয়েছিল একটি স্টেন্ট। তিনি সুস্থ হয়ে ওঠায় ৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সৌরভ গাঙ্গুলীকে। তবে তাঁর ২০ দিনের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন মহারাজ।

গতকাল রাত থেকে অসুস্থ বোধ করছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। আজ সকাল থেকে বুকে ব্যথা ফের অনুভব করছিলেন সৌরভ গাঙ্গুলী। তাই অবহেলা না করে চিকিত্‍সকের পরামর্শে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় পরিবার। এজেসি বোস রোডে গ্রিন করিডর করে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহারাজকে। ইতিমধ্যে তাঁর শারীরিক পরীক্ষা শুরু হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। ডাঃ আফতাব খানই সৌরভের চিকিত্‍সা করছেন বলে জানা গিয়েছে। চলতি মাসের শুরুতেই অসুস্থ হয়ে পড়েছিলেন সৌরভ গাঙ্গুলী। সেই সময় তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন হৃদরোগেই আক্রান্ত হয়েছেন সৌরভ। তবে সুস্থ হয়ে ৭ জানুয়ারি বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি। তাই তাঁর ফের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

Share.
Leave A Reply

Exit mobile version