কলকাতা ব্যুরো: সম্পর্ককে আরও মধুরতা আনতে ভারত পাক বৈঠক করতে রাজি সৌদি আরব। পাক প্রধান মন্ত্রী ইমরান খানের আরব সফরের পরই দিল্লির সাথে দুরত্ব কম করার ইচ্ছে প্রকাশ করেন।কাশ্মির থেকে শুরু করে সীমা বিবাদ, বৈঠকে পুরনো সমস্যা গুলী মিটিয়ে নিতে রাজী দুই পক্ষ।

এর আগেও ফেব্রুয়ারি মাসে দুই দেশের সম্পর্কে সীমা শান্তি রক্ষা নিয়ে বৈঠক হয়। সীমায় শান্তি রক্ষায় জন্যে ২০০৩ সলের হাওয়া দুই দেশের সমঝোতাকে মানতে রাজি হয় পাক সেনা প্রধান। অনুচ্ছেদ ৩৭০ কে নিষ্ক্রিয় করা নিয়ে বিশ্ব মঞ্চে প্রথমে ভারতের বিরোধ করলেও বর্তমানে সম্পর্ক মূজবুত করতে দিল্লির সুরেই সুর মিলিয়ে চলতে রাজী ইসলামাবাদ। তাছাড়া করোনা মোকাবিলায় দিল্লির পাশে দাঁড়াবার ইচ্ছে প্রকাশ করে ইমরান খানের সরকার। অর্থাৎ ভারতের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপনে সমস্ত দরজা খোলা রাখতে মরিয়া পাকিস্থান।

Share.
Leave A Reply

Exit mobile version