কলকাতা ব্যুরো: মুম্বাইয়ে বহু বেআইনি নির্মাণ রয়েছে। তবে ওই একটি বাড়ি ভাঙতে এতো তাড়াহুড়ো কেন বিএমসির। এ প্রশ্ন তুলেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তিনি বলেন, এ নিয়ে এত তাড়াহুড়ো করা ঠিক হচ্ছেনা বিএমসির। একইসঙ্গে কঙ্গনা ইস্যুতে বিবাদ, বিতর্ক আর না বাড়াতেও শিবসেনা ও মহারাষ্ট্র সরকারকে পরামর্শ বর্ষীয়ান ওই এনসিপি নেতার।
Previous Articleএবার বিএমসির নিশানায় খারের কঙ্গনার ফ্ল্যাট
Next Article কসবায় তিন তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ?