কলকাতা ব্যুরো: সাড়ম্বরে পালিত হলো পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামী বীর অমর শহীদ বাবা তিলকা মাঝির ২৭১ তম জন্মজয়ন্তী। এ দিন বার্নপুরের সাঁওতাল অধুষিত গুড়গুঘুট পাড়ায় লাকচার সেমলেৎ এর উদ্যোগে গুড়গুঘুট আতো বিইসির সহযোগিতায় বাবা তিলকা মাঝির জন্ম জয়ন্তী পালিত হয়। আয়োজন করা হয় আলোচনা সভা, সাঁওতালি অর্কেস্ট্রা ও সাঁওতালি লাগড়ে নিত্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দুই বর্ধমান জেলাসহ বাঁকুড়া ও পুরুলিয়া জেলার মোট এগারোটি দল অংশ নেয়। পুরুলিয়া জেলার মুট্টা প্রথম, দুমদুমি তৃতীয় এবং পশ্চিম বর্ধমানের মুচিডি সালানপুর তৃতীয় স্থান অধিকার করে।


অনুষ্টানে উপস্থিত ছিলেন সভাপতি লক্ষ্মীরাম মুর্মু, মতিলাল সোরেন, জনার্দন কোঁড়া, চৈতন্য টুডু ও হীরালাল সোরেন l প্রধান অতিথি সাঁওতালি চালচ্চিত্রকার গঙ্গারানী থাপা বলেন – ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে সাঁওতালদের ভূমিকা আজও অবধি সে ভাবে চালচিত্রায়িত হয়নি l এই বিষয়ে সাঁওতাল সমাজকে এগিয়ে আসতে হবে l

Share.
Leave A Reply

Exit mobile version