কলকাতা ব্যুরো: মাদক মামলা হোক কিংবা কর ফাঁকি দিয়ে বিদেশি মুদ্রার আমদানি, খবর পেলেই একেবারে গলা টিপে ধরছেন তিনি। রূপালি পর্দার ‘দাবাং’ অফিসারের মতোই মুম্বইয়ের নয়া ত্রাস সমীর ওয়াংখেড়ে। বলিউডের ঘুম কেড়েছেন এই এনসিবি কর্তা। রবিবার ভোররাতে মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানকেও আটক করেছেন তিনি। সুশান্ত-রিয়া কাণ্ডের পর রবিবার সকাল থেকেই তাই ফের খবরের শিরোনামে তিনি।

প্রসঙ্গত, প্রমোদতরীর রেভ পার্টি থেকে গ্রেপ্তার হয়েছেন কিং খান পুত্র আরিয়ান। সূত্রের খবর, তাকে হাতে পেতে ছদ্মবেশ ধরে প্রমোদতরীতে হানা দিয়েছিলেন এনসিবি কর্তা সমীর। তবে এটাই তাঁর প্রথম অভিযান নয়। এর আগে একাধিক হাই প্রোফাইল মামলার তদন্ত সেরেছেন তিনি। তাঁর হাতে ধরা পড়েছেন একাধিক বলিউড সেলিব্রিটি। ২০১১ সালে মুম্বই বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফি আটকে দেওয়া থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের তদন্তের দায়িত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে।

২০১১ সালে মুম্বই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দিয়েছিলেন সমীর। অভিযোগ, সোনায় মোড়া বিশ্বকাপটির আমদানি শুল্ক ফাঁকি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত শুল্ক মিটিয়ে ট্রফি ছাড়াতে হয়। ২০১৩ সালে বিদেশি মুদ্রা-সহ গায়ক মিকা সিংকে মুম্বই বিমানবন্দরে আটক করেন সমীর। এমনকী, হালফিলের সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর মাদকযোগেরও তদন্ত চালিয়েছেন তিনি।

জানা গিয়েছে, ২০০৮ সালে ব্যাচের আইআরএস আধিকারিক সমীর ওয়াংখেড়ে। প্রথম থেকেই দাপটের সঙ্গে কাজ করছেন তিনি। গত দু’বছরে মুম্বই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে তাঁর দল। এমনকী, অনুরাগ কাশ্যপ, বিবেক ওবেরয়, রামগোপাল বর্মাদের বিরুদ্ধে হিসাব বর্হিভূত আয়ের মামলা করেছেন তিনি। ২ হাজার তারকার বিরুদ্ধে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে মামলা করেছেন তিনি।

তবে মাদক কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেপ্তার করায় সেই তালিকায় আরও একটি নাম যুক্ত হল। বলিউডের জন্য আরও আতঙ্কের কারণ হয়ে দাঁড়াল এই সমীর ওয়াংখেড়ে।

Share.
Leave A Reply

Exit mobile version