কলকাতা ব্যুরো: কলকাতার পুরভোটে তৃণমূলের জয়জয়কার। একের পর এক আসনে ঘাসফুল ফোটাচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে যে কয়েকটি আসনে বিরোধীরা নিজেদের অস্তিত্ব রক্ষা করেছেন, তার মধ্যে অন্যতম ৫০ নম্বর ওয়ার্ড। কলকাতা পুরসভার এই ওয়ার্ডে নজর ছিল রাজনৈতিক মহলের। এই ওয়ার্ডেই ১০৯০ ভোটের ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। জয়ের পর তিনি জানিয়েছেন, এটা মানুষের জয়। মানুষ ষড়যন্ত্রের জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সজল ঘোষ বলেন, মানুষ মিথ্যাচারের জবাব দিয়েছে, মানুষ ষড়যন্ত্রের জবাব দিয়েছে। মানুষের সঙ্গে যে থাকবে, তারই জয় হবে। আদর্শ নয়, মানুষের জন্য কাজ করাটাই যে বড় কথা, তার উদাহরণ আমি নিজে।

তিনি আরও বলেন, যে শুধু নিজের উন্নয়নের কথা না ভেবে, মানুষের উন্নয়নের কথা ভাববে, মানুষ তার সঙ্গে থাকবে। এই জয় তাই সম্পূর্ণভাবে মানুষের বলেই মনে করেন তিনি।

এই ওয়ার্ডে ২০১০ সালের পুরভোটে জয়ী হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মৌসুমী দে, ২০১৫ সালের পুরভোটেও জয়ী হন তিনি। ২০২১ -এর পুর নির্বাচনেও তৃণমূল প্রার্থী করে সেই মৌসুমী দে-কেই। তবে হ্যাটট্রিক করা হল না তাঁর।

Share.
Leave A Reply

Exit mobile version