কলকাতা ব্যুরো: রাজ্য নির্বাচন কমিশনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন তৃণমূল নেতা এবং বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী সব্যসাচী দত্ত। তিনি বলেন, বিধাননগরে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ ওঠেনি। কমিশন কড়া হাতে ভোট সামাল দিচ্ছে। তবে এদিন সবুজ আইসক্রিম খাওয়ার পাশাপাশি এক মুখ হাসি দেখা গিয়েছে তাঁর মুখে।

বিধাননগরে এবারেও বহিরাগতরা দাপাদাপি করছে বলে বিরোধীরা অভিযোগ করেছেন। তাও নস্যাৎ করে দেন তৃণমূল নেতা অর্থাৎ বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী। গত বিধানসভা ভোটে তিনি ছিলেন বিজেপির প্রার্থী। সেই সময় তিনি শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ভোটে সন্ত্রাসের অভিযোগ করেছিলেন। শুধু তাই নয়। বহিরাগতদের বিরুদ্ধেও সরব ছিলেন সব্যসাচী। যদিও ভোটে তিনি হেরে যান। পরবর্তীকালে বিজেপি ছেড়ে সব্যসাচী আবার তৃণমূলে ফিরে আসেন।

পুরভোটের প্রার্থীও হয়েছেন বিজেপি ফেরত সব্যসাচী। এদিন তাঁর গলাতে রাজ্য নির্বাচন কমিশনের উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল। শোনা গেল বিজেপির তীব্র সমালোচনাও। তাঁর দাবি, বিধাননগরের ভোট নিয়ে বিজেপি সমস্ত মনগড়া অভিযোগ করছে।

জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী সব্যসাচী বলেন, মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা তো আমি বলতে পারব না। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমার মাথায় রয়েছে। তা পাথেয় করেই ভোটে নেমেছি। আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সুফল ভোটে মিলবে।

Share.
Leave A Reply

Exit mobile version