কলকাতা ব্যুরো: সাড়ে তিন বছর পরে আবার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিমল গুরুংয়ের ডানহাত বলে পরিচিত রোশন গিরি। তার সঙ্গেই থাকবেন গুরুং এর আরেক অনুচর দীপেন মালে। শনিবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামবেন রোশন গিরি। রাতে শিলিগুড়িতে থেকে রবিবার কর্শিংয়ে জনসভা করবেন। তারপরে ডুয়ার্সের অন্তর্গত মেয়েলি এলাকায় ঘাঁটি গড়বেন রোশন।

২০১৭ সালের জুন মাসের পর আর সেভাবে পাহাড়ে দেখা যায়নি বিমল গুরুং ও তার বিশ্বস্ত সেনাপতি রোশন গিরিকে। এবছর দুর্গাপুজোর মুখে হঠাৎ কলকাতায় ভেসে ওঠেন বিমল গুরুং। এতদিন বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে চললেও, কলকাতায় সাংবাদিক বৈঠক করে বিমল ঘোষণা করেন, তিনি এখন তৃণমূলের পক্ষে। বিজেপির সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করেছেন।

এরপতেই পাহাড়ে গোলমাল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহুদিন পরে বিমল গুরুং ঘনিষ্ঠরা আবার প্রকাশ্যে এসে গুরুংয়ের নামে পোস্টার-ব্যানার লাগাতে থাকেন। অন্যদিকে বিনয় তামাং পন্থীরা পাল্টা গুরুংয়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। এমনকি বিমল গুরুং পাহাড়ে এলে নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কার আওয়াজ তোলে বিনয় তামাং পন্থীরা।

এই অবস্থায় কলকাতায় বসে থাকলেও বিমলের পাহাড়ে ওঠা দেরী হতে থাকে। তারপরেই ফেউ পাঠানোর ছক হয় আজ রোশন গিরিকে পাহাড়ে পাঠিয়ে অবস্থা বুঝে নিতে চাইছে বিমল গুরুং সহ তৃণমূল। আপাতত পাহাড়ে গিয়ে নিজেদের লোকজনকে আবার একত্রিত করে ফের বিমলকে পাহাড়ে তোলা হবে বলে মনে করছেন অনেকেই।

Share.
Leave A Reply

Exit mobile version