কলকাতা ব্যুরো: রবিবার ভোরে সিগনাল ভেঙে বেপরোয়া একটি গাড়ি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে ফুটপাতে উঠে গিয়ে এক মহিলাকে ধাক্কা মারে। ইএম বাইপাসের কাদাপাড়া মোড়ে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌরী দে নামে ওই মহিলার। দুর্ঘটনার আওয়াজ পেয়ে আশপাশের এলাকা থেকে ছুটে আসে স্থানীয়রা। তারা এসে গাড়ির চালক ও সঙ্গীকে ধরে ফেলে মারধর শুরু করেন।
একদল বাসিন্দা রাস্তা অবরোধ করেন। ভোর পাঁচটার সময় এই ঘটনার পর বহু পরে আসে পুলিশ। শেষ পর্যন্ত পরেশ পাল এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলে রাস্তা অবরোধ তোলার ব্যবস্থা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর বেলায় সল্টলেকের দিক থেকে আসা গাড়িটি কাদাপারা মোড়ে সিগন্যাল ভেঙে হুড়মুড়িয়ে রাস্তার উল্টো দিকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। তখন সেখানে দিয়ে যাচ্ছিলেন দত্তাবাদ এর বাসিন্দা ওই মহিলা। মহিলাকে ধাক্কা মেরে ফেলে সামনে পুলিশের ব্যারিকেড আটকে যায়। এর পরেই চালক ও তার সহযোগী গাড়ি ফেলে পালানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা তাদের ধরে ফেলেন।

Share.
Leave A Reply

Exit mobile version