কলকাতা ব্যুরো: কলকাতা হাইকোর্ট মণ্ডপে নো এন্ট্রি নির্দেশে কোন ও বদল না আনলেও, শুধুমাত্র উদ্যোক্তাদের সংখ্যায় বেশি মণ্ডপে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়ায়, তা নিয়েই এখন চর্চা শুরু হয়েছে উদ্যোক্তাদের মধ্যে। প্রথমত; বুধবার মামলাকারী উদ্যোক্তাদের অঞ্জলি, সন্ধিপুজো ও সিঁদুর খেলায় মহিলাদের কিছু কিছু করে ঢুকতে দেওয়ার অনুমতি চাইতেই তা সোটান খারিজ করে দেয় হাইকোর্ট। যদিও তাদের অন্য দুটি আবেদন মেনে নেয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ফলে এখন মন্ডপের বাইরে ঢাকিরা ঢাক বাজানোর জন্য থাকতে পারবেন।


আবার আগের ২৫ জনের বদলে, এখন থেকে বড় পুজোর ক্ষেত্রে ৪৫ জন প্রতিদিন মন্ডপ পরিচর্যার জন্য ভিতরে ঢুকতে পারবেন বলে জানিয়েছে। এই প্রসঙ্গে মামলাকারীদের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর দাবি, মহিলাদের সিঁদুরখেলা এবং অঞ্জলীর জন্য ভিতরে ঢোকার ব্যবস্থা করা গিয়েছে। যদিও এই মামলার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, যে যেমন খুশি আইনের ব্যাখ্যা করে নিতেই পারেন। কিন্তু প্রকৃত রায়ে আদালত কি বলেছে, তা সকলের কাছেই স্পষ্ট।
যদিও আদালতের রায় পুনর্বিবেচনার দাবি খুব একটা সফল না হওয়ায় হতাশ পুজো উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তাদের তরফ এ কিভাবে গোটা বিষয়টা ম্যানেজ করা যাবে, তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। আবার মামলাকারীর আইনজীবীর মতে, আদালত করোনা আবহে আগের রায় পরিবর্তন না করে, সময়োপযোগী এবং বাস্তব সিদ্ধান্ত নিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version