কলকাতা ব্যুরো: এখনো সম্পূর্ণ ভেনটিলাশনে। এখনো সঙ্কটজনক এই বর্ষীয়ান অভিনেতা। তার মধ্যেও শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে মনে করা হয়েছে। তার প্রথম ডায়ালিসিস সফল হয়েছে। রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণও নিয়ন্ত্রণে এসেছে। আজ ফের তার রক্ত পরীক্ষা হবে। তার ওপরই নির্ভর করছে তার দ্বিতীয় দফায় ডাযালিসিসের সিদ্ধান্ত। করোনা আক্রান্ত হয়ে প্রায় মাস খানেক ধরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল ভালো ঘুম হয়েছে সৌমিত্রর। তবে মস্তিষ্কের স্নায়ু এখনো কাজ করছে না।সেটাও চিকিৎসকদের কাছে চিন্তার বিষয়। বর্তমানে তিনি কোভিড মুক্ত হলেও তাঁর বয়স (৮৫ বছর) এবং কো-মর্বিডিটির সমস্যাগুলোই ভাবাচ্ছে চিকিৎসকদের।
Previous Articleআজকের সোনা – রুপোর দর
Next Article আরোগ্য সেতু আপ তৈরি করলো কে, জানেনা কেন্দ্র