কলকাতা ব্যুরো: টি আর পি কেলেঙ্কারিতে রবিবার মুম্বাই পুলিশ গ্রেফতার করল রিপাবলিক টিভির সি ই ও বিকাশ খানচানদানিকে। এর আগে এই মামলায় মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছিল রিপাবলিক টিভি সম্প্রচার বিভাগের প্রধান ঘনশ্যাম সিংকে। পরে তিনি বোম্বে হাইকোর্ট থেকে জামিন পান। এদিন সকালে মুম্বাই পুলিশের ইন্টেলিজেন্স ইউনিট, টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি কেলেঙ্কারিতে রিপাবলিক টিভি সিইওকে গ্রেপ্তার করে।

এদিকে আগামী বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় নতুন চ্যানেল আনছে রিপাবলিক টিভি। ইতিমধ্যেই সেখানে লোকজন নেওয়ার ব্যাপারে বিজ্ঞাপন শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে মার্চের শেষ বা এপ্রিলের শুরুতেই রিপাবলিকের বাংলা চ্যানেল বাজারে এসে যাওয়ার কথা। এই অবস্থায় সংস্থার সিইও গ্রেফতারে সেই প্রকল্প ঝুলে যেতে পারে কি না তা নিয়ে আবার জল্পনা শুরু হয়েছে বাংলায়।

গত অক্টোবর মাসে প্রথম টিআরপি কেলেঙ্কারির অভিযোগ সামনে আসে। মুম্বাই পুলিশ কমিশনার পরম বীর সিং সাংবাদিক সম্মেলন করে জানান, মহারাষ্ট্রের দুটি স্থানীয় চ্যানেল ছাড়াও এই মামলায় অন্যতম অভিযুক্ত রিপাবলিক টিভি। প্রথমদিকে সংস্থার বেশ কয়েকজন কর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে মুম্বাই পুলিশ। বিষয়টা নিয়ে মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও পরবর্তীতে মুম্বাই পুলিশ তদন্ত চালিয়ে যাওয়ার সুযোগ পায়। কিন্তু রিপাবলিক টিভির অভিযোগ, মহারাষ্ট্রের শিবসেনা সরকার ও মুম্বাই পুলিশ রাজনৈতিক অভিসন্ধি থেকেই তাদের হেনস্থা করার জন্য বারংবার বিভিন্ন সমস্যায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই সূত্রেই দু’বছর আগে একটি আত্মহত্যার ঘটনায় রিপাবলিক টিভি editor-in-chief অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করেছিল মহারাষ্ট্র পুলিশ। পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান।

Share.
Leave A Reply

Exit mobile version