কলকাতা ব্যুরো: কেতুগ্রামে রেণু খাতুনের কবজি কাটার-কাণ্ডে দুজনকে গ্রেফতার করল কেতুগ্রাম থানার পুলিস। পুলিস জানিয়েছে ধৃত দুজনের নাম আশরাফ আলি শেখ ও হাবিব শেখ। তাদের বাড়ি মুর্শিদাবাদে। পুলিস সূত্রে খবর, এই দুজন কেরলে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। তার আগেই বৃহস্পতিবার ভোররাতে দুজনকে মুর্শিদাবাদের ভরতপুর তালগ্রাম থেকে গ্রেফতার করে পুলিস। এরা কেরলে শ্রমিকের কাজ করতো বলে জানা গিয়েছে।

ঘটনার দিন ওই দুজনের সঙ্গেই রাতে খাওয়া-দাওয়া সারে শরিফুল। রেণু ঘুমিয়ে পড়লেও শরিফুলরা তিনজন অনেক রাত পর্যন্ত জেগেছিল। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর একজন রেণুর দুই পা চেপে ধরে। আর একজন তাঁর দুই হাত চেপে মুখে বালিস ঠেসে ধরে, যাতে তিনি চিৎকার করতে না পারে। তাঁর স্বামী শরিফুল টিন কাটার কাঁচি দিয়ে রেণুর ডান হাতের কবজি কেটে দেয়।

ঘটনার পর থেকেই পলাতক ছিল তিনজন। তদন্তে নেমে কেতুগ্রাম থানার পুলিস মঙ্গলবার সকালে রেণুর শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পূর্ব বর্ধমানের কেতুগ্রাম সালার সীমান্ত এলাকার হলদি গ্রাম থেকে গ্রেফতার করা হয় শরিফুলকে। বৃহস্পতিবার শরিফুলের এই দুই সঙ্গীকেও গ্রেফতার করল পুলিস। বুধবার ধৃত শরিফুলকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version