কলকাতা ব্যুরো: রাজ্যজুড়ে জগন্নাথের রথযাত্রা উৎসবের আয়োজনে অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই নিয়ে একগুচ্ছ জনস্বার্থ মামলার আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এনভি রামন্নর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। আবেদন খারিজ করতে গিয়ে দেশের প্রধান বিচারপতির বক্তব্য, আশা করি আগামী বছর জগন্নাথ দেব এই রথযাত্রা করার সুযোগ দেবেন। প্রধান বিচারপতি রামান্না শুনানির সময় বলেন, আমিও গত দেড় বছর ধরে চেষ্টা করছি পুরীতে জগন্নাথ দর্শন এ যাওয়ার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। তাই ঘরেই পুজো করছি।

করোনা মহামারী আবহে গত বছরেও সুপ্রিম কোর্টের নির্দেশে উড়িষ্যায় জগন্নাথ দেবের রথকে কেন্দ্র করে উৎসব বন্ধ করা হয়। শুধুমাত্র সরকারের ব্যবস্থাপনায় পুরীর মন্দিরে জগন্নাথের রথ টানা হয়, একেবারে রাস্তা দর্শকশূন্য করে। শুধু মাত্র ৫০০ জন সেবায়েত করোনা টিকা নিয়ে তবেই এবারেও রথ টানতে পারবেন।
যদিও গোটা রাজ্য জুড়ে রথের উৎসব করার অনুমতি দেওয়া যাবে না বলে এদিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধুমাত্র পুরীতে নিয়ম রক্ষার জন্য জগন্নাথ দেবের রথ টানার দিন যাতে শহরে কোন পর্যটক ভিড় না হয়, তা খেয়াল রাখতে আগাম একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। দক্ষিণ- পূর্ব রেল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রথের দিন কোন ট্রেন পুরীতে পৌঁছাবে না। তার আগেই সেই ট্রেনের যাত্রা শেষ করা হবে। একই সঙ্গে কলকাতা সহ বিভিন্ন দিক থেকে যেসব বাস যাত্রী নিয়ে পুরী যায় তাদের যাত্রাও ওই দিন ভুবনেশ্বর বা তার আগেই শেষ করে দেওয়া হবে। উড়িষ্যা রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, কোনোভাবেই করোনা বিধি ভঙ্গ করে রথ যাত্রায় ভিড় করতে দেওয়া হবে না l। সেই পরিপ্রেক্ষিতেই এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ অনেকটাই বাস্তবসম্মত বলে মনে করছেন নাগরিকরা

Share.
Leave A Reply

Exit mobile version