কলকাতা ব্যুরো : দেশজুড়ে করোনার পরিস্থিতির মধ্যেও আজ রাখীবন্ধন উৎসব পালিত হচ্ছে। যদিও আগের বছরগুলির তুলনায় তা অনেক ম্লান। সেই স্বতঃস্ফূর্ততা যেন নেই কোথাও। হিন্দুধর্মে গুরুত্বপূর্ণ উৎসব হলেও জাতি, ধর্ম নির্বিশেষে এই উৎসব সম্প্রীতির প্রতীক। একইসঙ্গে ভাই-বোনের মধ্যে ভালোবাসা এবং বন্ধনেরও প্রতীক।
রাখী বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দিতে এক টুইটে তিনি লিখেছেন, ” রাখী বন্ধনের পবিত্র উৎসবে সকল দেশবাসীকে অনেক শুভেচ্ছা।’ গত ২৪ বছর ধরেই প্রধানমন্ত্রীর হাতে রাখী বাঁধেন তাঁর রাখী বোন কামার মহসিন সেইখ। করোনার জন্য ব্যাক্তিগতভাবে উপস্থিত না হতে পারলেও ডাকযোগে রাখী পাঠিয়েছেন তিনি। সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান , ” আমরা গত ৩০ – ৩৫ বছর ধরে প্রধানমন্ত্রী কে চিনি। আমি বিবাহসুত্রে করাচি থেকে এসে ভারতে বাস করছি । তখন থেকেই আমি তার হাতে রাখি পরাই। তিনিও আমাকে বোন বলে ডাকেন। ” এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন বৃন্দাবনের বিধবারাও। কিন্তু এবার তারা আর আসতে পারেন নি। তারা তাই ৫০১ টি হাতে তৈরি রাখি ও মাস্ক পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে।


এদিকে রাখী উপলক্ষে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন তাঁর টুইটে তার ছেলে ও মেয়ে অভিষেক ও শ্বেতা এবং অগোস্ত ও আরাধ্যা র ছবি শেয়ার করেছেন। তিনি লেখেন, রাখীবন্ধন এমন এক মূল্যবোধ যা আমাদের সম্পর্কগুলোকে আরো মূল্যবান করে তোলে।
এদিকে রাখী পূর্ণিমার দিন সুশান্ত সিংহ রাজপুতের দিদি শ্বেতা ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে লিখেছেন , ” আমার মিষ্টি বেবীকে রাখী বন্ধনের শুভেচ্ছা। তুই আমাদের সঙ্গে ছিলি, আছিস, থাকবি । “

Share.
Leave A Reply

Exit mobile version