কলকাতা ব্যুরো: গতকাল রাত থেকে রাজ্য সভার বাইরে গান্ধী মূর্তির সামনে সাসপেন্ড হওয়া সাংসদদের ধরনা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ওই প্রতিবাদের পাশে একযোগে দাঁড়িয়েছে ১২ টি বিরোধী রাজনৈতিক দল। তারা সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ না সরকার কৃষি বিলটি পুনর্বিবেচনা না করছে এবং তা ভোটাভুটির মাধ্যমে তা পাস না করাবে, ততদিন পর্যন্ত রাজ্যসভার অধিবেশন বয়কট করবে বিরোধী শিবির।

কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম, আরজেডি, ডিএমকে সহ ১২ টি বিরোধী দল এই সিদ্ধান্ত নিয়েছে। এরপরই ৮ জন সাংসদের সাসপেনশনের প্রতিবাদে চালু ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

STATEMENT

“After many Opposition parties have boycotted the remainder of the Monsoon Session of Rajya Sabha, the dharna at Gandhi statue has ended. Now we will take our fight for the rights of the farmers to every town and village in the country”
Dola Sen, Trinamool MP

Share.
Leave A Reply

Exit mobile version