কলকাতা ব্যুরো: রাজ্যসভার বাদল অধিবেশনে মঙ্গলবার সভা বয়কট করল বিরোধীরা। বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ জানিয়ে দেন, বিরোধীরা এই অধিবেশন বয়কট করছেন। যতক্ষণ না সাসপেন্ড করা আট সাংসদের উপর থেকে অভিযোগ তুলে নেওয়া হচ্ছে।
একইসঙ্গে বিরোধীদের দাবি, কৃষি বিল আবার হাউসে ফেরত আনতে হবে। কারণ ধ্বনি ভোটে নয়, যেভাবে হাত তুলে বিল অনুমোদন করাতে হই, সেভাবেই করতে হবে।
যদিও এ ব্যাপারে সরকারের তরফে কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। ইতিমধ্যেই বিজেপি তিন লাইনের একটি হুইপ জারি করেছে তার রাজ্যসভার সদস্যদের জন্য। মঙ্গলবার রাজ্যসভায় তাদের উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে সরকারের পাশে দাঁড়ানোর জন্য।
বিরোধী সাংসদদের অবস্থান-বিক্ষোভ চলছে সোমবার থেকেই। যতক্ষণ না সাসপেন্ড তুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ এই ধরনা বিক্ষোভে চলবে বলে জানাচ্ছেন বিরোধী সাংসদরা।