কলকাতা ব্যুরো: লাদাখে চিন-ভারত সীমান্ত সংঘাত নিয়ে আজ সংসদের বাদল অভিবেশনে বিবৃতি দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লোকসভায় বেলা তিনটে নাগাদ তাঁর বিবৃতি দেওয়ার কথা। বিরোধীরা অবশ্য এনিয়ে আলোচনাও চাইছেন। আলোচনা হবে কিনা তা নিশ্চিত না হলেও, বিবৃতি দেবেন রাজনাথ সিং।