কলকাতা ব্যুরো: (ছবি- সামাজিক মাধ্যম) স্বামীকে শ্বাসরোধ করে খুন অভিযুক্ত অনিন্দিতা পালের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল আদালত। এদিন বারাসাত আদালত রজত দে কে খুনে তার স্ত্রীকে স্ট্রিকে সাজা দিল। দুদিন আগেই ওই খুনের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। যদিও আদালত থেকে বেরোনোর সময় পুলিশের ঘেরাটোপ থেকেই অনিন্দিতা দাবি করেন, আমি নির্দোষ। আমি একজন আইনজীবী। আইনের বাইরে গিয়ে অন্যায় আমি করবো না।
যদিও মৃত রজতের বাবা প্রবীর দে আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এমন মেয়েরা বাইরে থাকলে আরো কত সর্বনাশ হবে বুঝেই আদালত তাকে যাবজ্জীবন জেল দিয়েছে। আদালতের রায় ঘোষণার পর অনিন্দিতাকে পুলিশ বের করে নিয়ে যাওয়ার সময় উপস্থিত আইনজীবীরা বিক্ষোভ দেখান। অনিন্দিতাকে পুলিশ কোনো ভাবে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে লকআপে ঢোকায়।
২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটাউনে ফ্ল্যাটে তার ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত দে কে। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হই। ঘটনার ছ দিন পরে পুলিশ অনিন্দিতাকে গ্রেপ্তার করে। মূলত হোয়াৎসঅ্যাপ এবং গুগলের নানান তথ্যপ্রমাণ থেকেই এই মামলায় আদালত দোষী সাব্যস্ত করে অনিন্দিতাকে।