কলকাতা ব্যুরো: দক্ষিণবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা বেশ কিছুটা দূরে সরে গিয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টিপাত কমে যাওয়ায় ফের চড়বে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

তবে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবার, অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ কমবে৷ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ২৩ তারিখ নাগাদ মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের কাছাকাছি অবস্থান করবে। তাই এর প্রভাবে উত্তরবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে।

কলকাতায় শনিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ১.৯ মিলিমিটার।

Share.
Leave A Reply

Exit mobile version