কলকাতা ব্যুরো: প্রচণ্ড দাবদাহের পর অবশেষে খানিক স্বস্তি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার বিকেল থেকেই ঠাণ্ডা হাওয়া বইতে শুরু করেছিল শহরে। সন্ধ্যা ঘনাতেই ঝড়বৃষ্টি শুরু হয়। গরমের দাবদাহ থেকে মুক্তি পেয়েছেন হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ সহ একাধিক জেলার বাসিন্দারা। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমাগত বাড়ছিল। বৃষ্টির অপেক্ষায় ছিলেন হাজার হাজার মানুষ। সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা ছিল শহরবাসীর।

কিন্তু এদিন বিকেলে আচমকাই কালো মেঘে ঢেকে যায় কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। এরপরেই শুরু হয় বৃষ্টি। একইসঙ্গে দাপট দেখায় ঝোড়ো হাওয়াও। কলকাতার পাশাপাশি হাওড়ার বালি, বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনাতেও প্রবল বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া হয়।

ইতিমধ্যেই উত্তরবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বর্ষার প্রভাবে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরের সব জেলাতেই। বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৫ জুন অর্থাৎ আগামিকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায়।

পাশাপাশি উত্তরের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে ১৬ জুন। ওইদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে। ১৭ জুনও আবহাওয়ার খুব একটা বদল হবে না। কমলা সতর্কতা রয়েছে এদিনও উত্তরের সব জেলাতেই। এছাড়া ১৮ জুন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলায়।

Share.
Leave A Reply

Exit mobile version