কলকাতা ব্যুরো: নিম্নচাপে রবিবার থেকে পরের তিনদিন এ রাজ্যে বৃষ্টি ও ঝড়-ঝঞ্ঝার পূর্বাভাস ছিল। এবার তার সঙ্গে যুক্ত হলো বজ্রপাতের পূর্বাভাস। মৌসম ভবন এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টা সারাদেশেই আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং এ রাজ্যে।
এমনিতেই রবিবার থেকে এরাজ্যে বিক্ষিপ্ত ভাবে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। কয়েকদিন ধরে উত্তরবঙ্গে চলা বৃষ্টি আরো বাড়বে।
দিল্লির মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর উপকূলে পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা, পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তর তেলেঙ্গানা এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে আগামী ১২ ঘন্টা ধরে বৃষ্টিপাত এবং বজ্রপাতের পূর্বাভাস রয়ে গেছে।
নিম্নচাপের পূর্বাভাস এর সঙ্গে তাল মিলিয়ে যেন রবিবার ভোর থেকে একেবারে আকাশ মেঘাচ্ছন্ন। বেলাতেও অন্ধকারে ডুবে রয়েছে সর্বোত্র। কিছু এলাকায় বৃষ্টির খবর মিলেছে। বেলা গড়াতেই মৌসম ভবন এর পূর্বাভাস মত মেঘের গর্জন আর থেকে থেকে বজ্রপাত সঙ্গী হয় ছুটির দিনের। যদিও আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version