কলকাতা ব্যুরো: বুধবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিনবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি চরমে।সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পর সর্বোচ্চ পরিমান ৯৭ শতাংশ।গত ২৪ ঘন্টায় কলকাতায় ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
মৌসুমী অক্ষরেখা আবারো দক্ষিণবঙ্গের উপরে অবস্থিত।গঙ্গানগর,বারানসি,পুরুলিয়া, খড়গপুরের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।