কলকাতা ব্যুরো: (ফাইল ছবি) আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গোটা রাজ্যে বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে। যদিও বৃষ্টিতে সবচেয়ে খারাপ অবস্থা দার্জিলিং পাহাড় ও সংলগ্ন ডুয়ার্স এলাকায়। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর মঙ্গলবার সকালে জানিয়ে দিয়েছে, হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং সিকিমে আরো দুদিন ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার রাত্রির থেকে শুরু হওয়া বৃষ্টিতে পাহাড়ের বেশ কিছু এলাকায় ধস নেমেছে। ধসের ফলে ১০ নম্বর জাতীয় সড়কের বহু এলাকায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে কার্যত ওই পথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ।
গত ২৪ ঘণ্টায় দার্জিলিঙে ১২৫ মিলিমিটার, কার্শিয়াং ১০৭ মিলিমিটার, গ্যাংটকে ৫৫ মিলিমিটার ও কালিংপং ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই পরিমান বৃষ্টি চলতে থাকলে পাহাড়ে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ কর্মীরা।