কলকাতা ব্যুরো: সোমবার বারাবনি থানার ভানরা মোড়ের কাছে মেজিয়া বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার গ্রিডের টাওয়ারে উঠে পড়ে এক যুবক। রায়মনি টুডু নামে ৩০ বছর বয়স্ক মানসিক ভারসাম্যহীন যুবক এলাকায় পরিচিত।
উৎসুক মানুষের ভিড় জমতে থাকলে রায়মনি আরো উঁচুতে উঠতে থাকে। আর চারিদিকে দেখতে থাকে। কিন্তু এত উপরে উঠে যাওয়ায় তাকে তখন নিচ থেকে ছোট্ট পাখির মতো দেখা যাচ্ছে। বিপদ বুঝে পুলিশকে খবর দেওয়া হয়। ডাক পড়ে দমকলেরও। কিন্তু তারা অক্ষমতা প্রকাশ করে।
পরে এক পুলিশ কর্মীর পরামর্শে এলাকা ফাঁকা করা হয়। খানিক পরে নিজেই রায়মনি নিচে নেমে আসে। দীর্ঘ কয়েক ঘন্টা পর হাঁফ ছেঁড়ে বাঁচে সকলে।
Previous Articleরজত খুনে আজ অনিন্দিতার কঠোর সাজা চাইছে নাগরিক সমাজ
Next Article করোনা দেহের গাড়ি ভাড়া বাধলো পুরসভা