কলকাতা ব্যুরো: সোমবার বিকেলে সব পক্ষকে নিয়ে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে নবান্নে বৈঠক করবেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে শনিবার রেলকে চিঠি দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। তার জেরে বৈঠকের আশ্বাস দেওয়া হয়। ওই বৈঠকে পূর্ব ও দক্ষিণ
রাজ্য সরকার সূত্রে খবর, সোমবার বিকেল পাঁচটায় নবান্ন সভা ঘরে ওই বৈঠক বসতে চলেছে। যদিও একবারে আগের মত স্বাভাবিকভাবে লোকাল ট্রেন এখনই চালানো যাবে না বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। যেভাবে মুম্বাইয়ে ধাপে ধাপে লোকাল ট্রেন চালু হয়েছে ঠিক একইভাবে রাজ্য ধাপে ধাপে ট্রেন চালু করার ব্যাপারে ওই বৈঠকে আলোচনা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version