কলকাতা ব্যুরো: অধিবাসী রেল অবরোধের জেরে রবিবার সকাল থেকে ভুগতে হলো যাত্রীদের। উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে ট্রেন দাড়িয়ে পরে। দার্জিলিং মেলে এদিন শিলিগুড়ি যাওয়ার সময় ডাল খোলায় আটকে যান। পরে ট্রেন ছেড়ে সড়ক পথে শিলিগুড়ি যান। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রেল অবরোধের কারণে যে সব পরীক্ষার্থী আজকের পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ পিএসসি র ক্লার্কশিপ পরীক্ষায় বসতে পারেননি তাদের আরও একবার সুযোগ দেবার জন্য রাজ্য সরকার পিএসসি কর্তৃপক্ষকে আর্জি জানিয়েছে।

স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক টুইটারে পিএসসি কর্তৃপক্ষ রাজ্য সরকারের এই আবেদন মেনে যারা আজকের পরীক্ষায় বসতে পারলেন না তাদের জন্য আরও একবার পরীক্ষার আয়োজন করার সম্মতি দিয়েছে বলে জানানো হয়েছে। এদিন সকালে আদিবাসীদের বিক্ষোভের জেরে আপ দার্জিলিং মেল আজ সকাল ৬-১৭ তে দাঁড়িয়ে যায়। কারন ডালখোলা ষ্টেশনে ভোর থেকে অবরোধ চলছিলো। এরপর ডালখোলা ষ্টেশনে সকাল ১০ টা নাগাদ অবরোধ উঠে গেলও ওই ট্রেনে থাকা পি এস সি পরীক্ষার্থীরা দেরী হওযার জন্য আজমনগর ষ্টেশনে অবরোধ শুরু করেন। ঘন্টা দেড়েকের বেশী এই অবরোধ চলেছে। অবরোধ উঠে গেলে সাড়ে বারোটা নাগাদ দার্জিলিং মেল আবার চলতে শুরু করে।

এদিকে গোর্খা জনমুক্তি নেতা বিমল গুর্ং ট্রেন অবরোধের জেরে সকাল ১১টা নাগাদ দার্জিলিং মেল থেকে নেমে সড়ক পথে শিলিগুড়ি রওনা দেন, শিলিগুড়িতে সভায় যোগদানের জন্য।

Share.
Leave A Reply

Exit mobile version