কলকাতা ব্যুরো: জলপাইগুড়ির রাজগঞ্জ-এ গণধর্ষনের ঘটনা ঘটেনি। এমনই রিপোর্ট দিলো অনন্যা চক্রবর্তীর নেতৃত্বাধীন শিশু অধিকার কমিশন। ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরগরম জলপাইগুড়ি জেলা। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার জনকে। তাদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ আনা হয়েছে।

চলতি মাসের প্রথম দিকে দুই আদিবাসী নাবালিকাকে গণধর্ষনের অভিযোগ ওঠে। লোকলজ্জা এড়াতে দুই বোনই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বড় বোনের মৃত্যু হলেও, ছোট বোন চিকিৎসাধীন। জানা গিয়েছে, কমিশনের সদস্যরা তার সঙ্গেও কথা বলেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version