কলকাতা ব্যুরো: রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটের সামনে গত পাঁচ দশক ধরে জ্বলছিল অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। শুক্রবার সেই শিখাকে মিশিয়ে দেওয়া হয়েছে নিকটস্থ ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ বা ‘জাতীয় যুদ্ধ স্মারক’-এ। ইঙ্গিতবাহী ভাবে সেই অমর জাওয়ান জ্যোতির ছবি দিয়ে টুইটারে দেশবাসীকে ৭৩ তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বুধবার রাহুল গান্ধী টুইট করেন, ১৯৫০ সালে সাধারণতন্ত্র দিবসে ভারত দেশ হিসেবে আত্মবিশ্বাসের সঙ্গে যে পদক্ষেপ করেছিল। সত্য ও বৈষম্যহীনতার সেই পদক্ষেপকে কুর্নিশ। সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ। এই লেখার সঙ্গেই অমর জ্যোতি জওয়ানের অনির্বাণ শিখার ছবি দেন কংগ্রেস নেতা। মোদী সরকারের সিদ্ধান্তে যে শিখাকে ৪০০ মিটার দূরের ‘জাতীয় যুদ্ধ স্মারক’-এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

মোদী সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেস-সহ অধিকাংশ বিরোধী দল এর নিন্দা করেছে। রাহুল গান্ধী টুইট করে ছিলেন, অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের সাহসী সৈনিকদের জন্য যে অমর শিখা জ্বলছিল তা আজ নিভিয়ে দেওয়া হচ্ছে। রাহুল আরও লেখেন, কিছু লোক দেশপ্রেম বা আত্মত্যাগের অর্থ বোঝে না। আমরা আবার আমাদের সৈন্যদের স্মৃতির উদ্দেশে অমর জওয়ান জ্যোতি জ্বালাব।

Share.
Leave A Reply

Exit mobile version