কলকাতা ব্যুরো: ফ্রেঞ্চ ওপেন ফাইনালে নোভাক জাকোভিচকে স্ট্রেইট সেটে হারিয়ে জয়ী হলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। এর ফলে তার ঝুলিতে এলো ২০ টি গ্র্যান্ড স্লাম খেতাব। ছুঁয়ে ফেললেন রজার ফেডেরারের রেকর্ড। তার মধ্যে ১৩ টি এলো ফ্রেঞ্চ ওপেন থেকে।

পরাজিত হয়েও, নাদালের উচ্ছসিত প্রশংসা করেন জকোভিচ। আর বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেডেরারও নাদালের উদ্দেশ্যে বলেছেন, তুমি এর যোগ্য।

Share.
Leave A Reply

Exit mobile version