কলকাতা ব্যুরো: করোনার দ্বিতীয় ধাক্কায় বাংলাদেশ ঢোকার ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল শেখ হাসিনা সরকার। এখন থেকে ভারত বা ইংল্যান্ড থেকে সে দেশে যাওয়া সমস্ত বিদেশীকে বিমান থেকে নামার পর ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখবে সে দেশের সরকার। ১ এপ্রিল থেকে এই নিয়ম বলবৎ হয়ে গিয়েছে। আর এর জেরে এদিন সকাল থেকেই বাংলাদেশ গামী বিভিন্ন বিমান থেকে যাত্রীরা তাদের টিকিট বাতিল করতে শুরু করেছেন বলে দমদম বিমানবন্দর সূত্রে খবর।
বাংলাদেশের নতুন নির্দেশিকা অনুযায়ী, বিদেশিদের ক্ষেত্রে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইন এ থাকতে হবে। পাশাপাশি যেসব বাংলাদেশী-ভারত বা লন্ডন থেকে স্বদেশে পৌঁছলে তাদের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে দেশের সরকার। ফলে করোনার আশঙ্কায় বাংলাদেশের এমন কড়া মনোভাবে বিমান পরিবহনে যাত্রীর সংখ্যা আরো কমবে বলে আশঙ্কা সে দেশের বিমান পরিবহন সংস্থাগুলির।


একই নির্দেশিকা জারি করা হয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক জল পরিবহনের ক্ষেত্রেও। চট্টগ্রাম হয়ে যারা বাইরে থেকে জাহাজে যাবেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম জারি করা হয়েছে।


বিমানে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে মাঝের আসনে যারা বসবেন, তাদের ফেস শিল্ডস পরা বাধ্যতামূলক। মাস্ক ব্যবহার করতে হবে সকলকেই। ভালো করে স্যানিটাইজ করেই সকলকে বিমানে উঠতে হবে। বাংলাদেশ সরকার নতুন করে করোনা মোকাবিলায় এমন কড়া পদক্ষেপ নেওয়ায় ভারতের বহু বাণিজ্য সংস্থা এখন বেশ বিপাকে পড়েছে। এক ব্যবসায়ীর বক্তব্য, আমাদের প্রায় প্রতিদিনই কিছু কিছু জিনিস আমদানি রপ্তানির জন্য লোক প্লেনে বাংলাদেশ সকাল-বিকাল যাতায়াত করে। কিন্তু এখন ১৪ দিন কোয়ারিন্টাইনে থাকতে হবে, এই নির্দেশিকার বলবৎ হাওয়ায় আর সেখানে লোক পাঠানো যাবে কিনা এখন ভাবতে হবে। কারণ বাংলাদেশ সরকার তার নির্দেশিকায় স্পষ্ট করে দিয়েছে, সামান্য সময়ের জন্য কেউ বাংলাদেশ গেলেও তাদের ক্ষেত্রেও ১৪ দিনের কোয়ারেন্টাইন এর সময়সীমা বাধ্যতামূলক ভাবে মানতে হবে

Share.
Leave A Reply

Exit mobile version