কলকাতা ব্যুরো : ব্রিকসের সম্মে লনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ জানিয়েছেন রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক’ V ভারত ও চীন দুই দেশেই তৈরি হতে পারে। এই দুই দেশই ব্রিকসের অন্তর্ভুক্ত। ব্রিকস এর মধ্যে পাঁচটি দেশ রয়েছে। ভারত, চীন ছাড়াও রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল। আজ একটি সম্মেলনে নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট জিনপিং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট বলছো না ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রাম পোষা হাজির ছিলেন। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক’ V মানবদেহে করণা রুখে দিতে ৯২ শতাংশ সফল। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভারত এবং ব্রাজিল এই দুই দেশই রাশিয়ার এই ভ্যাকসিনের ট্রায়ালের জন্য অনুমোদন জানিয়েছিল। ভারত এবং চীনের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো এই ভ্যাকসিন নিজেদের দেশে তৈরি করবে বলেও অনুমোদন দিয়েছিল। শুধু নিজেদের দেশে ভ্যাকসিন এর চাহিদা মেটানোর জন্য নয়, অন্যান্য দেশকে সাহায্য করার কথা ঔষধ প্রস্তুতকারী সংস্থা গুলো জানিয়েছিল। ১১ আগস্ট রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে এই ভ্যাকসিন প্রস্তুত করার কথা জানায়। সে সময় পুতিন বলেছিলেন এই ভ্যাকসিন মানব দেহে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে এবং করোনাভাইরাস এর বিরুদ্ধে ভালরকম ইমিউনিটি গড়ে তুলতে সক্ষম হবে। তিনি আরো জানিয়েছিলেন তার এক মেয়েকে তিনি এই ভ্যাকসিন দিয়েছেন এবং সে যথেষ্ট ভালো আছে।

১৯৫৭ সালে রাশিয়ায় প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল তার নামেই এই ভ্যাকসিনের নাম রাখা হয়েছে। ১২ তম ব্রিকস সম্মেলন জুলাই মাসে হবার কথা ছিল। কিন্তু কভিডের জন্য তা পিছিয়ে গিয়ে আজ হল। এখনো পর্যন্ত করোনাভাইরাস এ প্রায় ৫৪ মিলিয়ন মানুষ সারাবিশ্বে আক্রান্ত এবং প্রায় দেড় মিলিয়ন মানুষ মারা গিয়েছে ন। বহু দেশে এখনো লকডাউন পরিস্থিতি অব্যাহত। এই ভাইরাস প্রথম আজকের দিনে একবছর আগে চীন দেশের উহান শহরে ছড়িয়েছিল বলে খবর পাওয়া যায়। সে হিসাবে আজ একবছর হলো সারা বিশ্ব করোনা আক্রান্ত।

Share.
Leave A Reply

Exit mobile version