কলকাতা ব্যুরো: পুরুলিয়ার বৃষ্টির জেরে জল ছাড়া শুরু হলো মুকুটমণিপুর ড্যাম থেকে। আপাতত ৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। তবে পুরুলিয়ায় বৃষ্টি আরো বাড়লে জল ছাড়ার পরিমাণও বাড়বে বলে সেচ দপ্তরের তরফে জানা গিয়েছে।
মুকুটমণিপুর বাঁধ থেকে জল ছাড়ার ফলে বাঁকুড়ার সমস্যা না হলেও পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে সমস্যা হতে পারে। মুকুটমণিপুর বাঁধ থেকে জল ছাড়া দেখার মতো একটি দৃশ্য। করোনা পরিস্থিতিতে মুকুটমণিপুরে পর্যটকদের ভিড় না হলেও, এখন জল ছাড়ার দৃশ্য দেখতে আসছেন বহু মানুষ।