কলকাতা ব্যুরো : সকাল থেকে উত্তপ্ত কাশ্মীরের পুলওয়ামা জেলার টিকেন এলাকা। অজ্ঞাত পরিচয় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে সেনার। এনকাউন্টারে দুজন জঙ্গি মারা যান। দক্ষিণ কাশ্মীরের চিকেন এলাকায় এক তল্লাশি অভিযান এর সময় কাশ্মীর পুলিশ সেনার, ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফের যৌথবাহিনী দুজন জঙ্গিকে খতম করে। যৌথ বাহিনীর দুজন জঙ্গি একটি বাড়িতে লুকিয়ে আছে খবর পেয়ে বাড়িটিকে ঘিরে ফেলে সেনা। এরপর জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাব দেয় সেনা।

জানা গিয়েছে, দুই থেকে তিনজন জঙ্গি আশ্রয় নিয়েছিল একটি বাড়িতে। পাঁচটি বাড়ি ঘিরে ফেলা হয়। একাধিক রাউন্ড গুলি চলে। এনকাউন্টারের পরে দুই অজ্ঞাতপরিচয় জঙ্গিকে খতম করা সম্ভব হয়। এদিকে এক সাধারন নাগরিক এই গুলি বিনিময়ের ঘটনায় আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলওয়ামার গোটা এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে দিল্লি পুলিশের স্পেশাল আধিকারিকদের হাতে গ্রেফতার হয় ৫ জঙ্গি। দিল্লির শাকেরপুর এলাকা থেকে দিল্লি পুলিস এই পাঁচজনকে গ্রেপ্তার করেছিল। তবে দলে ঠিক কতজন জঙ্গি ছিল এখনো তা স্পষ্ট করে বলা সম্ভব নয়। যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে তিনজন জম্মু-কাশ্মীরের বাসিন্দা, দুজন পাঞ্জাবের বাসিন্দা বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। স্পেশাল ব্রাঞ্চ এর অফিসারদের সঙ্গে গুলিবিনিময়ের পরে জঙ্গিদের গ্রেপ্তার করা হয়। প্রচুর অস্ত্রশস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম প্রকাশ করেছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version