কলকাতা ব্যুরো: টিকটকের পর এবার ভারতে নিষিদ্ধ হলো পাবজি। চিনের সঙ্গে সংঘাত যখন চলছে তখনই আবার একবার চিনা মোবাইল গেম নিষিদ্ধ করার পথে হাঁটল ভারত সরকার।

বুধবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশের অখন্ডতা ও নিরাপত্তার স্বার্থেই ব্যবস্থা নিয়েছে সরকার। ফলে পাবজি সহ ১১৮ টি চিনা গেম নিষিদ্ধ করা হলো।
এর আগেও জুন মাসে লাদাখ সীমান্তে চিনের সঙ্গে গোলমাল শুরু হলে কিছু পদক্ষেপ করে ভারত সরকার। সেসময় একদিকে টিকটক, ইউসি ব্রাউজার উইচ্যাট এর মত কিছু চিনা অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছিল।

পাশাপাশি চিনা দ্রব্য বর্জন করার আওয়াজ উঠেছিল সে সময়। এখনো পর্যন্ত খেলনা সহ চীনের তৈরি বেশকিছু জিনিসপত্র ভারতীয় ব্যবসায়ীরা আমদানি করছেন না।

Share.
Leave A Reply

Exit mobile version